Notice :
আমাদের সাইটে আপনাদের স্বাগতম
অক্ষয় কুমারকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে

অক্ষয় কুমারকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে

বলিউডের জনপ্রিয় একজন অভিনেতা অক্ষয় কুমার। ফলে এই অভিনেতাকে এবার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। অথচ তিনি কখনও ভাবেননি যে, তাকে ভারতীয় প্রমাণ করার জন্য কাগজপত্রের প্রয়োজন পড়বে।

নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়েছিলেন ৫২ বছর বয়সী এই অভিনেতা। তবে লোকসভা নির্বাচনের সময় তিনি ভোট দেননি এবং এরপর থেকেই নাগরিকত্ব নিয়ে সমালোচনার মুখে পড়েন অক্ষয় কুমার। সে জন্য নাকি তাকে ভারতীয় পাসপোর্ট নিতে হচ্ছে।

অক্ষয় কুমার বলেন, ‘এত সমালোচনার পর ভারতীয় পাসপোর্টের আবেদন করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে আমি পাসপোর্টের আবেদন করেছি। তবে এই বিষয়টি আমাকে খুবই দুঃখ দিয়েছিল যখন দেখি আমি ভারতীয় কিনা, সেই প্রমাণ আমাকে পাসপোর্ট দিয়ে দিতে হবে। সত্যিই খুবই দুঃখজনক এটা।’

যদিও অক্ষয় জানিয়েছেন, তার স্ত্রী এবং বাচ্চারা সবাই ভারতীয় এবং তিনি তাদের সঙ্গেই থাকেন আর এই দেশে করও দেন।

অক্ষয় কুমারের কানাডার পাসপোর্ট রয়েছে। এই বিষয়ে তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন আমার ১৪টা ছবি ফ্লপ করেছিল। তখন আমি ভেবেছিলাম যে আমাকে অন্য কিছু কাজ করতে হবে। তবে আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু কানাডায় থাকে তখন সে আমাকে কানাডায় আসার জন্য প্রস্তাব দেয়। তারপরই আমি কানাডার পাসপোর্ট নেই।’

তিনি আরো বলেন, ‘পাসপোর্ট নেওয়ার পর আমার ১৫তম ছবি সাফল্য পায় এবং এরপর থেকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। আমি এগোতে থাকি। নিজের পাসপোর্ট বদলানোর কথা কোনদিন মাথায় আসেনি আমার।’

প্রসঙ্গত, ভারতে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) শুরু হয়েছে। এতে ভারতে অবস্থান করা অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন।

জেডএইচ

এখান থেকে শেয়ার দিন

Comments are closed.
© All rights reserved © 2019 agambarta24.com
Design BY NewsTheme