Notice :
আমাদের সাইটে আপনাদের স্বাগতম
আবার একফ্রেমে রণবীর-ক্যাটরিনা

আবার একফ্রেমে রণবীর-ক্যাটরিনা

বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেমের সম্পর্ক কারও অজানা নয়। মাঝখানে দু’জনের মধ্যে বনিবনা না হওয়ায় চার বছরের সেই প্রেম ভেঙে যায়। 

দুজনের বিচ্ছেদে মন ভেঙেছিল তাদের ভক্তদেরও। তবে এখন প্রেমের কোনও রেশ নেই। দুজনেই আলাদা করে নিজের মতো ভালোই আছেন। কিন্তু দর্শক এখনও দুজনকে আবার একসঙ্গে দেখতে পেলে খুশি হবেন? আর দর্শকদের সেই ইচ্ছাপূরণ হতে চলেছে খুব শিগগিরই।

রণবীর ও ক্যাটরিনা নাকি আবার একসঙ্গে কাজ শুরু করছেন। ফলে কোনো ছবিতে নয়, একটি বিজ্ঞাপনে তাদের একত্রে দেখা যাবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

জানা গেছে,  একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে কাজ করবেন তারা। ফলে ক্যাটরিনা রণবীর একা নয়। তাদের রসায়নকে আরও ফুটিয়ে তুলতে থাকবেন র‌্যাপার বাদশা। ক্যাটরিনা ও রণবীরকে সর্বশেষ বড় পর্দায় দেখা যায় অনুরাগ বসুর ছবি ‘জগ্গা জাসুস’-এ। 

রণবীর এই মুহূর্তে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত এবং এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, ডিম্পল কাপাডিয়া, ও মৌনি রায়। অন্যদিকে ক্যাটরিনা এই মুহূর্তে অক্ষয় কুমারের সঙ্গে সূর্যবংশী ছবি নিয়ে ব্য়স্ত রয়েছেন

এখান থেকে শেয়ার দিন

Comments are closed.
© All rights reserved © 2019 agambarta24.com
Design BY NewsTheme